ইংল্যান্ডের মাটিতে নারী বিশ্বকাপ খেলতে এ মুহূর্তে সেখানে অবস্থান করছে ভারতীয় নারী দল। সেখানে এক ডিনার পার্টিতে অংশ নেন মিথালি।
ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিথালিকে কোনো এক সাংবাদিক হঠাৎ করেই প্রশ্ন করে বসেন, পাকিস্তান কিংবা ভারতের কোন পুরুষ ক্রিকেটারকে তিনি ফেভারিট হিসেবে দেখেন কিংবা কোন পুরুষ ক্রিকেটার তার পছন্দ? এমন প্রশ্নে রীতিমতো চটেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের এই দলপতি।
সাংবাদিকের এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়েন, ‘আপনি কি এই প্রশ্নটা কোনো পুরুষ ক্রিকেটারকে করেন? আপনি কি ওদের থেকে জানতে চান যে, তাদের পছন্দের নারী ত্রিকেটার কারা? আমাকে একাধিকবার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় যে, আমার পছন্দের পুরুষ ক্রিকেটার কে? আপনি কখনো জানতে চেয়েছেন যে, পুরুষ ক্রিকেটারদের পছন্দের নারী ক্রিকেটার কারা?’
মিথালি আরও জানান, ‘পুরুষ ক্রিকেটারদের সব সময়ই প্রাধান্য দেওয়া হয়। কারণ, টেলিভিশন খুললেই তাদের মতো আমরা চোখে পড়ি না। আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আমাদের ম্যাচ টেলিভিশনের পর্দায় দেখানোর ব্যবস্থা করবে। স্যোশাল মিডিয়ায় আমরা আরও পরিচিত হতে চাই। তাহলেই পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি আমাদের প্রাধান্য বাড়বে। ’
ভারতের নারী দলের এই ক্যাপ্টেন যোগ করেন, ‘ভারতের পুরুষ ক্রিকেটাররা একটা মাত্রায় পৌঁছে গেছে। আমরাও নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রেখে এগুচ্ছি। পুরুষ ক্রিকেটাররা অনুশীলনের সেশন থেকে শুরু করে সব জায়গায় এগিয়ে। আমি বিশ্বাস করি আপনি যদি দেশের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেরাটা উজার করে দিতে হবে। আর এটাও বিশ্বাস করি দেশ আপনাকে সেরাটা দেবে। কিন্তু, দুই পক্ষের এমনটা সমঝোতা না হলে আজকের এই প্রশ্ন আমাকে আবারো শুনতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৩ জুন ২০১৭
এমআরপি