আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৩৯.২ ওভার ব্যাট করার সুযোগ পায়। দুই ওপেনার আজিঙ্কা রাহানে আর শিখর ধাওয়ানের অর্ধশতকে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে টিম ইন্ডিয়া।
রাহানে ৭৮ বলে ৮টি চারের সাহায্যে করেন ৬২ রান। আর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৮৭ রান। দেবেন্দ্র বিশুর বলে এলবির ফাঁদে পড়ার আগে ৯২ বলে ৮টি চার আর ২টি ছক্কা হাঁকান দারুণ ফর্মে থাকা ধাওয়ান। কোহলি ৪৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন যুবরাজ সিং। আর ৯ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।
বৃষ্টির পর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রান। ম্যাচ মাঠে গড়ানোর ১২ মিনিট আগে আবার বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি