তবে, ছুটির এই সময় কাটাতে দেশে ফেরেননি টেস্ট দলপতি মুশফিকুর রহিম। মুশফিক স্বস্ত্রীক ইউরোপ সফর করছেন।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টানা ৫০ দিনের সফরে চারটি প্রস্তুতি ম্যাচসহ মোট ১২টি ম্যাচ খেলেছেন মুশফিক।
ইংল্যান্ডে কিছুদিন অবসর কাটিয়ে স্পেনে গেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেখানে পরিবারের সাথে অবসর কাটানোর পাশাপাশি ছুটে গেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্পে। ন্যু ক্যাম্পে বার্সার অনুশীলনও উপভোগ করেছেন মুশফিক।
ইউরোপ সফরের অংশ হিসেবে এর আগে তিনি ফ্রান্স ঘুরে এসেছেন।
বার্সার জার্সি পড়ে তোলা ছবি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন মুশফিক। পরিবার নিয়ে ছুটি কাটিয়ে ঈদের আগে দেশে ফেরার কথা রয়েছে মুশফিকের।
ঈদের লম্বা ছুটি কাটিয়ে মাঠে ফিরতে হবে টেস্ট দলপতি মুশফিককে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। মুশফিকের দলকে নিয়ে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি