ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এবার সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার কোচ ছবি: সংগৃহীত

সম্প্রতি মেয়াদ শেষের ক’দিন আগেই ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। এবার শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্রাহাম ফোর্ড।

গত বছরের ফেব্রুয়ারিতে চার বছরের চুক্তি করলেও ১৫ মাস না যেতেই শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দিলেন।

আগামী ৩০ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ আর একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা।

তার আগেই লঙ্কানদের দায়িত্ব ছেড়ে দিলেন গ্রাহাম ফোর্ড। তার পরিবর্তে ফিল্ডিং কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন গ্রাহাম ফোর্ড। তার সরে দাঁড়ানোর কারণ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহার সঙ্গে বনিবনা না হওয়া। তার অধীনে অস্ট্রেলিয়াকে ৩-০ তে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম করেছে তার শিষ্যরা।

মাঝে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্টে ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি ৫ ম্যাচ ওয়ানডের কোনোটিতেই জেতেনি লঙ্কানরা। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষেও প্রথমবারের মতো টেস্টে হার মানে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।