সম্প্রতি ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি। অতি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেবেন অতীতে দলটির ডিরেক্টর হিসেবে থাকা এ তারকা।
কোচের নিয়োগ চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। সে যাত্রায় কোচ হওয়ার কোনো আগ্রহই অবশ্য প্রকাশ করেননি শাস্ত্রী। তবে টুর্নামেন্ট শেষে অনিল কুম্বলে দায়িত্ব থেকে সরে যাওয়ায় মতামত পাল্টেছেন তিনি।
কুম্বলের বিদায়ের পর কোচের নিয়োগ চেয়ে আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। এতে শাস্ত্রী-সহ আবেদন করতে ইচ্ছুক নতুন আরও অনেকেই। তবে বেশি আলোচনা হচ্ছে শাস্ত্রীকে নিয়েই। স্থায়ী কোচ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া ভারত দলের দায়িত্বে পরের সিরিজগুলোতে শাস্ত্রীকে দেখা গেলেও যেতে পারে!
উল্লেখ্য, রবি শাস্ত্রী ছাড়াও ভারতের কোচ হওয়ার দৌড়ে আছেন বিরেন্দর শেওয়াগ, রিচার্ড পাইবাস, টম মুডির মতো খ্যাতিমানরা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৭ জুন, ২০১৭
এমএমএস