ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে বাদ পড়লেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
লঙ্কান দলে বাদ পড়লেন চান্দিমাল লঙ্কান দলে বাদ পড়লেন চান্দিমাল-ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের শ্রীলঙ্কান দলে বাদ পড়লেন দিনেশ চান্দিমাল। তবে ১৩ সদস্যের এই দলে আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলা স্পিন অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা সুযোগ পেয়েছেন। এছাড়া স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও পেসার লাহিরু মাদুসহাঙ্কা ফের ডাক পেয়েছেন।

সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার দাশমান্থা চামিরা। তিনি ২০১৬ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি।

বাদ পড়া চান্দিমাল ২০১৬ সালে লঙ্কান ওয়ানডে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। যেখানে ৫৯.৬৩ গড়ে ৬৫৬ রান করেছিলেন। তবে ২০১৭ সালটি তার জন্য বাজেই কাটছে। ২২.২৫ গড়ে এ সময় মাত্র ১৭৮ রান করেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে মাত্র ১২ রান করেছেন তিনি।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী ৩০ জুন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

প্রথম দুই ওয়ানডের জন্য শ্রীলঙ্কা স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরঞ্জন ডিকওয়েলা, দানুশকা গুনাথিলক, কুসাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, ওয়ানিদু হাসারাঙ্গা, লক্ষন সন্দাকান, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা, দাশমান্থা চামিরা, লাহিরু মাদুসহাঙ্কা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ২৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।