ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় তারকা সিমন্স রাজশাহীতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
ক্যারিবীয় তারকা সিমন্স রাজশাহীতে ক্যারিবীয় তারকা সিমন্স রাজশাহীতে-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আর এ আসরকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। শিরোপা জয়ের লক্ষ্যে বিপিএলের নতুন নিয়মের আদলে দলে একাধিক বিদেশী ক্রিকেটারদের ভিড়িয়ে শক্তিশালী স্কোয়াড গঠনে নজর ফ্র্যাঞ্চাজিগুলোর।

এরই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের পরিচিত মুখ লেন্ডল সিমন্সকে দলে টেনেছে রাজশাহী কিংস।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলোতে সিমন্স একজন পরিচিত মুখ।

এর আগেও মাঠ মাতিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সর্বশেষ বিপিএলে ক্যারিবীয়ান এ ক্রিকেটার খেলেছিলেন খুলনা টাইটান্সের হয়ে।

মারমুখী ডানহাতি এ ওপেনার ব্যাটসম্যানকে নিয়ে বেশ আশাবাদী রাজশাহী কিংস। লেন্ডল সিমন্সের কিংসে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে ভক্তদের বিষয়টি নিশ্চিত করে তারা।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে এর আগে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি। আইপিএল, বিগ ব্যাশ এমনকি পিএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যানের গড় ২৯, আর স্ট্রাইক রেট ১১৫। যা আসন্ন বিপিএলের আসরে রাজশাহী কিংসকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটির সংশ্লিষ্ট কতৃপক্ষদের।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।