বিশ্বচ্যাম্পিয়ন দলটির এমন দশায় শঙ্কা দেখা দিয়েছে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। সিরিজটি খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা অজিদের।
বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দ্বন্দ্ব চলছিল বেশ কয়েকদিন ধরেই। ব্যর্থতার গ্লানি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে সেই দ্বন্দ্ব সীমা স্পর্শ করে। খেলোয়াড় ও কর্মকর্তাদের বিপরীতমুখী অবস্থানে দেখা দেয় টানাপড়েন। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সময় বেঁধে দেয় সমঝোতার।
একইসাথে বলা হয়, জুনের মধ্যে চুক্তি নবায়ন না করলে আর চুক্তিভিত্তিক বেতন-ভাতা পাবেন না স্মিথ-ওয়ার্নাররা। অর্থাৎ কার্যত বেকার দিনযাপন করতে হবে তাদেরকে। সিএ এও সাফ জানিয়ে দেয়, বোর্ডের অনুমতি ছাড়া কোনো ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারবেন না কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার।
পাল্টা জবাবে বাংলাদেশ সফর ও অ্যাশেজ বর্জনের হুমকি দেওয়া অস্ট্রেলীয় ক্রিকেটাররা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। এমন অবস্থায় বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার মূল দল আসে কি না, সেটিই এখন দুশ্চিন্তার বিষয়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
এমএমএস