‘ভালো প্ল্যাটফম। এখানে পারফরম্যান্স ভালো করলে জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে।
শনিবার (০১ জুলাই) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি চত্বরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে হাইপারফরমেন্স দলের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
এসময় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মনে রাখারমত পারফরমেন্সের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, যত ট্যুর করেছি বাইরে আল্লাহর রহমতে নাইনটিনেও কিন্তু আমি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। চেষ্টা থাকবে ধারাবাহিকতা ধরে রাখার। বাইরের টিম গুলোর সঙ্গে আমার বোলিং ভালো ছিল। এটা কন্টিনিউ করার। আগে যা করেছি তার চেয়ে ভালো কিছু করার টার্গেট থাকবে।
২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল লিখনের। শেষ ম্যাচটিও খেলেছেন ওই জিম্বাবুয়ের বিপক্ষেই।
এরপর ২০১৫ সালের ১৩ নভেম্বর সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বল হাতে মাঠে নামার পর আর তাকে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এইচএল/এসএইচ