ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে নেই মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে নেই মালিঙ্গা লাসিথ মালিঙ্গা/ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে লাসিথ মালিঙ্গাকে ছাড়াই নামতে হচ্ছে শ্রীলঙ্কাকে। অসু্স্থতাজনিত কারণে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন না। গলে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রখম ওডিআইতে রেকর্ডময় জয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে জিম্বাবুইয়ানরা।

দীর্ঘ ১৭ বছর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফেরে ওয়ানডে ক্রিকেট। যেখানে স্বাগতিক শিবিরকে দুঃস্বপ্নই উপহার দিয়েছে গ্রায়েম ক্রেমারের দল।

৩১৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় সফরকারীরা। লঙ্কানদের মাটিতে তিনশ’র অধিক রান তাড়া করে এটিই প্রথম জয়ের কীর্তি।

ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেট থেকে আর মাত্র পাঁচটি উইকেট দূরে ৩৩ বছর বয়সী মালিঙ্গা। মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস ও সনাথ জয়সুরিয়ার পর চতুর্থ লঙ্কান বোলার হিসেবে থাকছে এ মাইলফলক ছোঁয়ার হাতছানি।

একই ভেন্যুতে আগামী রোববার (২ জুলাই) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায়।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।