ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব একাদশের নেতৃত্বে জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
বিশ্ব একাদশের নেতৃত্বে জয়াবর্ধনে বিশ্ব একাদশের নেতৃত্বে জয়াবর্ধনে-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো বিশ্বকে চমক দেখিয়ে শিরোপা জেতে পাকিস্তান। আর এমন জয়ের পর নির্বাসিত পাকিস্তানে ক্রিকেট ফেরাতে উদ্দ্যেগ নিয়েছে খোদ আইসিসি। আসছে সেপ্টেম্বরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

পাকিস্তানিদের জন্য আনন্দের ব্যাপার এই তিনটি ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা দিতে যাচ্ছে আইসিসি। আর উপলক্ষ্যটা আরও বেড়ে যাবে যখন বিশ্ব একাদশ অধিনায়ক হিসেবে পাবে শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে।

এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে সেভাবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। শুধুমাত্র কেনিয়া ও জিম্বাবুয়ের মতো নিচের সারির দলগুলো সফর করেছিল। এই দীর্ঘ আট বছর সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ড বানিয়ে খেলেছে পাকিস্তান।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সব হিসেব উল্টে দেয় পাকিস্তান। আর এই ট্রফি জয়ের পর পাকিস্তানের প্রতি আইসিসিরও সদয় দৃষ্টি হয়। পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানায়, এ ম্যাচগুলো সেপ্টেম্বরের ২১, ২৩ ও ২৭ তারিখ অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব একাদশের নেতৃত্ব পাওয়া জয়াবর্ধনে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর দু’য়েক হলো। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অভিজ্ঞ তিনি। জাতীয় দলের হয়ে ৫৫টি ম্যাচ খেলা ডানহাতি এ তারকার রয়েছে দেড় হাজারেরও বেশি রান। এছাড়া নয়টি হাফসেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।