জিম করছেন, করছেন রানিংও। আপাতত তার সবিশেষ গুরুত্ব এই দুটো বিষয়ের ওপরেই।
সোমবার (৩ জুলাই) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি একথা বলেন। মুমিনুল জানান, ‘জিম এবং রানিং সেশনে গুরুত্ব দিচ্ছি। অনেকদিন পর অনুশীলনে আসলে আমার মনে হয় ফিটনেস নিয়ে কাজ করা উচিত। তারপরে ব্যাটিং-বোলিংয়ে আস্তে আস্তে যাব। ’
এ বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে একেবারেই প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি মুমিনুল। প্রথম ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭ আর দ্বিতীয় ইনিংসে ছিল মাত্র ৫ রান। যা তাকে ছিটকে দেয় সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে।
বিষয়টি যে কোনো প্রসিদ্ধ ব্যাটসম্যানের মন খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু মুমিনুলের বেলায় তেমনটি হচ্ছে না। বরং চাইছেন ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজ দিয়েই ছন্দে ফিরতে। তবে সেই কাজটি খুব বেশি সহজ হবে না বলেও বিশ্বাস এই টাইগার টেস্ট ব্যাটসম্যানের।
তিনি যোগ করেন, ‘খারাপ খেললেও আবার ওভারকাম করতে হবে। ওভারকাম করা চ্যালেঞ্জ হবে। আশা করি ওভারকাম করতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি