চুক্তি নবায়ন না করায় বর্তমানে ঘোর সংশয়ে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারের ভবিষ্যত। এই পরিস্থিতিতে আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাহায্যে পাশে এসে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।
ফিকার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পুরনো চুক্তি নবায়ন না করার বিষয়ে অবগত ফিকা। কিন্তু পুরনো চুক্তি নবায়ন না করলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্বার্থের কথা মাথায় রেখে নতুন চুক্তি তৈরি করতে হবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে। ’
অন্যদিকে, ফিকার অন্যতম সদস্য গ্রায়েম স্মিথ বলেন, ‘খেলোয়াড় জীবনে আমরাও বোর্ডের বার্ষিক লভ্যাংশের ভাগ পেয়েছি। বোর্ড-ক্রিকেটারদের মধ্যে এই সম্পর্ক বহু দিনের। ক্রিকেট অস্ট্রেলিয়া কেন হঠাৎ এই সম্পর্ক ভেঙে দিল তা বোঝা গেল না। ’
ফিকার প্রেসিডেন্ট বিক্রম সোলাঙ্কি বলেন, ‘ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক নিবিড় হলে তার প্রভাব মাঠে পড়ে। ’
এসিএর পর ফিকার এই সমর্থন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিজেদের দাবি দৃঢ় করতে যে আরও সাহায্য করবে, তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৭
এমএমএস