২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের ওপর হামলা চালিয়েছিল জঙ্গি বাহিনী। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের বাইরের সেই ঘটনায় আহত হয়েছিলেন শ্রীলঙ্কার ছয় ক্রিকেটার।
এরপর থেকেই আন্তর্জাতিক কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজ আয়োজনে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। পাকিস্তান থেকে নির্বাসিত হয় আন্তর্জাতিক ক্রিকেট। শুধুমাত্র ছোটো দলগুলোকে নিয়ে নিজেদের মাটিতে খেলতে পেরেছিল পাকিস্তান। হোম ভেন্যু হিসেবে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ আয়োজন করতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পর অনেকেই মনে করেছিল আবারো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে। খোদ আইসিসিও সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা শুরু করেছে। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশায় আরও একবার প্রত্যাখ্যানের শিকার হতে হলো পাকিস্তানকে।
সীমিত ওভারের সিরিজ খেলতে লঙ্কানদের আমন্ত্রণ জানায় পাকিস্তান। তবে, এই প্রস্তাবে রাজি হয়নি শ্রীলঙ্কা। প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাব। শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পিত টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানকে খেলতে হবে আমিরাতেই।
এর আগে বাংলাদেশ, ভারতসহ আরও অনেক দেশকেই নিজেদের মাটিতে খেলার অনুরোধ করেছিল পাকিস্তান। তবে, সেই প্রস্তাবে সাড়া দেয়নি বোর্ডগুলো। নিরাপত্তার শঙ্কা থাকায় প্রতিটি বোর্ড পাকিস্তানের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি