সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী ফখর জামান। চারটি ওয়ানডে খেলেই আলোচিত এ বাঁহাতি ওপেনার বলেন, ‘যখন আমি ভালো ব্যাটিং করছিলাম, কোহলি ও অন্যরা আমাকে কিছু কথা বলেছিল।
‘কিন্তু যখন কোহলির দিকে তাকালাম, আমি দেখেছি তিনি নিচের দিকে তাকিয়ে আছে তবে আমার জন্য হাততালি দিয়েছে। আমি ধোনির দ্বারা হতাশ হয়েছি। আমার সেঞ্চুরির পর তিনি যথেষ্ট প্রতিক্রিয়া দেখাননি। ’-যোগ করেন ফখর।
লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ফাইনালে (১৮ জুন) পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেছে টিম ইন্ডিয়া। ১৮০ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবেন ধোনি-কোহলিরা। ফখরের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের দেয়া ৩৩৮ রান তাড়া করতে নেমে অামির-হাসান আলীদের বোলিং তোপে ১৯.৩ ওভার বাকি থাকতে ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
পাকিস্তানের নৌবাহিনীর সাবেক নাবিক ফখরই ছিলেন ট্রাম্প কার্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের লিডিং রানস্কোরার তিনি। চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে করেন ২৫২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্ট দিয়েই তার ওয়ানডে অভিষেক ঘটে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৪ জুলাই, ২০১৭
এমআরএম