মঙ্গলবার (০৪ জুলাই) মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইমরুল কথা বলেন ব্যাটিং অর্ডার নিয়ে।
ওপেনিংয়ে খেলার নিশ্চয়তা তিনি নিজেও যেমন দিতে পারেন না, তেমনি বুঝে উঠতে পারছেন না নিয়মিত এক পজিশনে কেন তাকে রাখা হচ্ছে না।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন একাদশে। কিন্তু ওপেনার হিসেবে নয়, খেলতে হয়েছে তিনে। ঘন ঘন পজিশন পরিবর্তনের প্রভাব তার ব্যাটিংয়েও পড়েছে বলে মনে করেন এ বাঁহাতি, ‘এটা শুধু আমার নয়, সবার জন্য সমস্যা। একটা উদাহরণ দিই, আপনি অফিসে গিয়ে যদি দেখেন আপনার ডেস্ক পরিবর্তন হয়ে অন্য জায়গায় গেছে, তখন কাজ করতে অস্বস্তি লাগবে। জায়গা বদলে গেলে শুধু ক্রিকেটে নয়, জীবনের সব জায়গায় প্রভাব ফেলে। ’
এখন পর্যন্ত মোট ৬৭টি ওয়ানডে ম্যাচ খেলা ইমরুল ওপেন করেছেন ৫৮টি ম্যাচে। তাতে ৩০.৯৮ গড়ে করেছেন ১৭৬৬ রান। অপরদিকে ৯টি ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে মাত্র ১৪.৬৬ গড়ে করেছেন ১৩২ রান। তবে, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যেহেতু শুধু টেস্ট সিরিজ তাই পুরো দলের লক্ষ্যও টেস্ট ম্যাচকে ঘিরে থাকবে বলে জানান ইমরুল।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি/এমআরএম