ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল ক্রিস গেইল/ছবি: সংগৃহীত

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ক্রিস গেইলকে। দীর্ঘ সময় পর দলে ডাক পেয়েছেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। গেইলকে রেখে ভারতের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আগামী রোববার (৯ জুলাই) গেইলের হোম ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে কখনোই তার টি-২০ খেলা হয়নি।

জ্যামাইকার সাবিনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।  

এখন দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। টি-টোয়েন্টির গ্রাউন্ডেই ৬ জুলাই পঞ্চম ও শেষ ওডিআই। সিরিজে ২-১ এ এগিয়ে সফরকারী ভারত। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।

সংক্ষিপ্ত ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানস্কোরার ৩৭ বছর বয়সী গেইল। এখন পর্যন্ত পঞ্চাশ ম্যাচে ৩৫.৩২ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৫১৯ রান। স্ট্রাইক রেট ১৪৫.৪৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩টি ফিফটির পাশাপাশি দু’টি সেঞ্চুরির মালিক এ বিধ্বংসী ওপেনার।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে রান খরায় ভোগা লেন্ডল সিমন্স বাদ পড়েছেন। তার জায়গায় দলে ফিরেছেন গেইল।

ও. ইন্ডিজ টি-২০ স্কোয়াড: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, চাদউইক ওয়াল্টন (উইকেটরক্ষক), সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি, রন্সফোর্ড বিটন, জেরম টেইলর, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।