ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় জয় দিয়ে শুরু এইচপি দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
অস্ট্রেলিয়ায় জয় দিয়ে শুরু এইচপি দলের ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে জয় দিয়েই শুরু করলো বিসিবি হাইপারফরম্যান্স দল (এইচপি)। তবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা এদিন সহজ জয়কে কঠিন করেই জেতেন। ১৮৯ রান তাড়া করতে নেমে এক উইকেট ও তিন বল বাকি থাকতে জয় পান লিটন দাশের নেতৃত্বে এইচপি।

ডারউইনে বুধবার নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশের বিপক্ষে মুখোমুখি হয় এইচপি। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং নেন লিটন দাশ।

আবু হায়দার-সাইফউদ্দিন-জুবায়েরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশ, ৫০ ওভারে করে ৭ উইকেটে ১৮৯।

তবে জবাবে ব্যাটিংয়ে নেমে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা লিটন দাস ও এনামুল হক গড়েন ৫৮ রানের জুটি। আগ্রাসী বেশি ছিলেন অধিনায়ক লিটন। ৩১ বলে ৪১ করেন এইচপি অধিনায়ক। দলের পঞ্চাশ হয়ে যায় ৬ ওভারেই।

২৯ বলে ২০ করে এনামুলের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ১ রানেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। এমনিতে টপ অর্ডারে অভ্যস্ত মেহেদি মারুফ ও ইমতিয়াজ হোসেন ব্যর্থ মিডল অর্ডারে খেলে। সহজাত মিডল অর্ডার তাসামুল হকও ফিরলেন ৭ রান করেই। পরে চলতে থাকা আসা-যাওয়ার মিছিল।

তবে বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন তানভীর হায়দার-আবুল হাসানের অষ্টম উইকেট জুটি। এই জুটিতে যোগ করে মূল্যবান ৪৪ রান। ৩১ রান করে আবুল হাসান আউট হলেও, ৫১ রানে অপরাজিত থেকেছেন তানভীর। ১ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় বিসিবির এইচপি দল।

সফরে এইচপি দলের পরের ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।