তিন ফরমেটের অধিনায়ক হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আর নতুন দলপতি সরফরাজ।
বর্তমান সময়ের লড়াকু ক্রিকেটার হিসেবে পরিচিত সরফরাজ এর আগে দেশটির টি-টোয়েন্টি আর ওয়ানডের দলপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
টেস্টের দলপতির দায়িত্ব পাওয়ায় তিন ফরমেটে অধিনায়কত্ব করার সুযোগ পাচ্ছেন ৩০ বছর বয়সী সরফরাজ। তিনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি পাকিস্তানের বোর্ড প্রধান শাহরিয়ার খানকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। পাকিস্তানের সবার প্রতি আমার চাওয়া থাকবে, তারা যেন পাকিস্তানের ক্রিকেটের ওপর আস্থা রাখেন। ’
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন ২ হাজারের ওপরে রান করা সরফরাজ। ওয়ানডের জার্সিতে খেলেছেন ৭৫টি ম্যাচ আর ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সরফরাজের।
মিসবাহ, ইউনিস অবসর নেওয়ার পর সাদা পোশাকের দলপতির দায়িত্ব পাওয়া সরফরাজ আরও জানান, ‘জাতীয় দলের তিন ফরমেটের অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় সম্মানের। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা সাফল্য পেয়েছি, আমার চাওয়া থাকবে একইভাবে যেন টেস্টেও আমরা উন্নতি করতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি