দুই ইনিংসে ৬০০’র ওপরে রান উঠেছে। সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিলটন মাসাকাদজা।
আগে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩১০ রান। জবাবে, ৪৭.২ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছে।
জিম্বাবুয়ের ওপেনার মাসাকাদজা ১৫টি চার আর একটি ছক্কায় ৯৮ বলে করেন ১১১ রান। তিন নম্বরে নামা মুসাকানদা করেন ৪৮ রান। ৪৩ রানের ইনিংস খেলেন শেন উইলিয়ামস। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ডি সিলভা, গুনারত্নে। একটি করে উইকেট দখল করেন সান্দাকান, নুয়ান প্রদীপ আর মালিঙ্গা।
৩১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকেই ২২৯ রান তুলে নেয় ডিকভেলা-গুনাথিলাকা। ১১৬ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন ডিকভেলা। আর ১১১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১১৬ রান করেন গুনাথিলাকা। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ২৮ এবং চার নম্বরে নামা উপুল থারাঙ্গা ৪৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি