ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ের ম্যাচে লঙ্কানদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
দাপুটে জয়ের ম্যাচে লঙ্কানদের জরিমানা ছবি: সংগৃহীত

হাম্বানটোটায় জিম্বাবুয়ের ৩১০ রানের জবাবে আট উইকেটের দাপুটে জয়ের ম্যাচে জরিমানার কবলে পড়লো শ্রীলঙ্কা। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ম্যাচ ফি’র ২০ শতাংশ ও অন্য সদস্যদের ১০ শতাংশ হারে জরিমানা করা হয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার তৃতীয় ওয়ানডেতে ১৬ বল হাতে দুর্দান্ত জয় উদযাপন করে লঙ্কানরা। ওপেনিং জুটিতেই ২২৯ রান তোলেন দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা।

একই গ্রাউন্ডে যথাক্রমে ৮ ও ১০ জুলাই শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ৩১৬ রান করেও হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

ফিল্ডিংয়ের সময় নির্ধারিত সময় থেকে এক ওভার পিছিয়ে থাকায় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ লঙ্ঘন করে ম্যাথিউসের দল। ছোটখাট স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভার ঘাটতিতে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা হয়। অধিনায়কের দ্বিগুণ।

পরবর্তী ১২ মাসের মধ্যে ম্যাথিউসের নেতৃত্বে লঙ্কানরা যদি আবারো একই অপরাধ করে তবে তিনি এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। অপরাধ শিকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের প্রস্তাবিত জরিমানা মেনে নেওয়ায় এ বিষয়ে আর শুনানির প্রয়োজন হবে না।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।