ছয় বছর আগে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন। এবার এসেক্সের জার্সিতে মাঠ মাতাবেন।
পুরো মৌসুমে অবশ্য খেলা হবে না। কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে যে ছুটি পেয়েছেন তাতে সর্বোচ্চ আট-নয়টি ম্যাচ খেলতে পারবেন। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের (টেস্ট) প্রস্তুতি নিতে এ মাসের শেষ দিকেই দেশে ফিরে আসতে পারেন।
শুক্রবার (৭ জুলাই) এবারের আসরের পর্দা উঠবে। এসেক্সের মিশন শুরু সারের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় খেলা শুরু হবে। কেন্টের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে তামিমকে পাওয়া যাবে। কাউন্টি দলটির হয়ে সম্ভাব্য আটটি ম্যাচে খেলার সুযোগ পাবেন তিনি।
দুই গ্রুপে ৯টি করে মোট ১৮টি দল শিরোপা লড়াইয়ে নামবে। সেরা আটটি টিম উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তামিমের এসেক্স রয়েছে সাউথ গ্রুপে।
প্রসঙ্গত, গত মাসে স্মরণীয় চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করে দেশে ফেরে টিম বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে টাইগাররা। ব্যাটিংয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন তামিম। ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার ব্যাট থেকে আসে ২৯৩। এবার ওয়ানডে ম্যাচের ফর্মটা ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে টেনে নেওয়ার চ্যালেঞ্জ।
টি-২০ ব্লাস্টে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে এমন ৮টি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি তুলে ধরা হলো (প্রথমে স্বাগতিক দল):
৯ জুলাই - কেন্ট বনাম এসেক্স - বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু
১৩ জুলাই - এসেক্স বনাম সমারসেট - দিবাগত রাত ১২টা
১৬ জুলাই - এসেক্স বনাম গ্ল্যামরগান - সন্ধ্যা সাড়ে ৭টা
১৯ জুলাই - সারে বনাম এসেক্স - রাত সাড়ে ১১টা
২১ জুলাই - এসেক্স বনাম হ্যাম্পশায়ার - দিবাগত রাত ১২টা
২৩ জুলাই - গ্ল্যামরগান বনাম এসেক্স - সন্ধ্যা সাড়ে ৭টা
২৭ জুলাই - মিডলসেক্স বনাম এসেক্স - রাত সোয়া ১১টা
২৯ জুলাই - এসেক্স বনাম গ্লৌচেস্টারশায়ার - দিবাগত রাত ১২টা
বাংলাদেশ সময: ১৫২৪ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৭
এমআরএম