ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে পেয়ে রোমাঞ্চিত এসেক্স কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
তামিমকে পেয়ে রোমাঞ্চিত এসেক্স কোচ তামিম ইকবাল ও এসেক্স কোচ ক্রিস সিলভারউড/ছবি: সংগৃহীত

ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট প্রতিযোগিতায় তামিম ইকবালের সঙ্গে আট ম্যাচের চুক্তি করেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্স। কেন্টের বিপক্ষে রোববারের (৯ জুলাই) ম্যাচে মাঠে নামতে চোখ রাখছেন বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস। তামিমকে পেয়ে বেশ রোমাঞ্চিত এসেক্সের হেড কোচ ক্রিস সিলভারউড।

দলের দু’জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমিরের সঙ্গে যোগ দেবেন তামিম। দু’জনই ফর্মের তুঙ্গে।

গত মাসেই ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেন আমির। আইসিসি ইভেন্টে প্রথমবারের মতো বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে ব্যাট হাতে তামিমের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।  টি-২০ ব্লাস্টে তামিমের ম্যাচ সূচি

সেটিই নতুন করে বললেন এসেক্স কোচ। ভূয়সী প্রশংসাই করেছেন তিনি ‘তামিম চ্যাম্পিয়নস ট্রফিতে দেখিয়েছে সে কতটা ভালো খেলোয়াড়। ব্যাটসম্যান হিসেবে সে বিধ্বংসী হতে সক্ষম ‍এবং এটি তার ক্যারিয়ার স্ট্রাইক রেটে প্রভাব ফেলবে। ’

‘আমরা ওপেনিংয়ের জায়গাটা চিহ্নিত করেছি এবং এটি শক্তিশালী করতে চেয়েছি। তামিমের মতো একজন খেলোয়াড়কে ক্লাবে পেয়ে আমরা রোমাঞ্চিত। আট ম্যাচের জন্য সে দলকে চাঙা করবে এবং আমরা তার আগমনের জন্য উন্মুখ হয়ে আছি। ’

চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন তামিম। ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার ব্যাট থেকে আসে ২৯৩। এবার ওয়ানডে ম্যাচের ফর্মটা টি-২০ ব্লাস্টে টেনে নেওয়ার চ্যালেঞ্জ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তামিমের ব্যাটিং গড় ৩০.২৯। স্ট্রাইক রেট ১১৮.৩৬।

তামিমের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ছয় বছর আগে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন। এবার এসেক্সের জার্সিতে মাঠ মাতাবেন। সেবার পাঁচ ম্যাচে ২০.৮০ গড়ে ১০৪ রান করেছিলেন, সর্বোচ্চ ৪৭।

আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি পরিণত তামিম। তাই এবারের আসরে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে দৃষ্টি রাখছেন। পুরো মৌসুমে অবশ্য খেলা হবে না। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের (টেস্ট) প্রস্তুতি নিতে এ মাসের শেষ দিকেই দেশে ফিরে আসতে পারেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৮ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।