ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টে বেন স্টোকসকে আউট করার পর আপত্তিকর মন্তব্য করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাগিসো রাবাদা। ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্টের কারণেই নিষেধাজ্ঞার আওতায় পড়লেন দক্ষিণ আফ্রিকার পেস সেনসেশন।

আইসিসির কোড অব কন্ডাক্টের (আচরণবিধি) লেভেল-১ এর আটিক্যাল ২.১.৭ লঙ্ঘন করায় রাবাদাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট আরোপ করেছে আইসিসি।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে (১৪ জুলাই শুরু) দলের অন্যতম সেরা পেসারকে ছাড়াই নামতে হবে প্রোটিয়াদের।

.অপরাধ শিকার করে নেওয়ায় এ বিষয়ে আর শুনানির প্রয়োজন হবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা।

আচরণবিধির আর্টিক্যাল ৭.৬ অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট দু’টি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হবে। এতে একটি টেস্ট অথবা দু’টি ওয়ানডে অথবা দু’টি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা আরোপিত হয়। যে ফরমেটের ম্যাচ আগে আসবে সেটিতে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ধরনের অপরাধের (লেভেল-১) সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা ও একটি বা দু’টি ডিমেরিট পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।