ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরে নাসির-গেইলকে টানার চেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রংপুরে নাসির-গেইলকে টানার চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রংপুর রাইডার্সের মালিকানা পরিবর্তনের সময় বসুন্ধরা গ্রুপ জানিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে বড় চমক উপহার দেবে। আইপিএলের ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডিসহ বিদেশি তারকা ক্রিকেটারদের দলে টেনে বেশ ভালোই চমক জাগাচ্ছে দলটি।

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর। পঞ্চম আসরকে সামনে রেখে এখন দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো।

তারই ধারাবাহিকতায় রংপুরের জার্সিতে খেলতে আসবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক জানান, ‘আমরা মোটামুটি টিম মেম্বার হিসেবে যারা ভালো তাদের সঙ্গে আলোচনা করেছি। অনেক বড় পারফরমারদের দলে নেইনি, কারণ তারা দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। আমি বিশ্বাস করি দলে যারা থাকবেন তারা অবশ্যই সমমনা হবেন। ’

ক্রিস গেইলকে দলে টানার চেষ্ঠা চালাচ্ছে রংপুর। দলটির নজর রয়েছে দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসের ওপর। সাদেক আরও জানান, ‘নাসির হোসেনকে যদি নেওয়ার সুযোগ থাকে তবে আমরা সে চেষ্টা করব। যেহেতু সে রংপুরের ছেলে, সেহেতু আমরা তার দিকে নজর রাখবো। ’

শুধু পেরেরাকে নিয়েই বসে থাকেনি রংপুর। দুই ক্যারাবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি, জনসন চার্লসকেও দলে টেনেছে দলটি। ঢাকার মাঠের পরীক্ষিত পারফরমার ইংল্যান্ডের রবি বোপারা খেলবেন একই দলের হয়ে। আপাতত আসন্ন বিপিএলের আসরের জন্য এ চার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

২০১৫ সালে রংপুরের হয়ে খেলার পর গত আসরের বিপিএলে বরিশালের হয়ে মাঠ মাতান লঙ্কান অলরাউন্ডার পেরেরা। দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার স্যামুয়েল বদ্রি। গত আসরে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেললেও এবার রবি বোপারা মাঠ মাতাবেন রংপুর রাইডার্সের জার্সিতে। দেশি পারফরমারদের মধ্যে থাকবেন স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেনরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।