ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ২১টি ছক্কার পাশাপাশি শাফাক ১৬টি চার হাঁকিয়েছেন। ২০ ওভারে তার দল তুলেছে ৩৫১ রান।
আফগানিস্তানের প্যারাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন ট্রফি নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২১৪ রানের ইনিংসটি খেলেছেন শফিকউল্লাহ।
শাফাকের ভাই ওয়াহিদউল্লাহ শাফাক ৩১ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৮১ রান। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। ২৪৪ রানের বিশাল জয় পায় খতিজ ক্রিকেট একাডেমি।
আফগানিস্তানের জার্সিতে ২০টি ওয়ানডে আর ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাফাক। ওয়ানডেতে তার আন্তর্জাতিক স্ট্রাইকরেট ১০৩ আর টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১৪৩ এর ওপরে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি