বিরাট কোহলিকে অধিনায়ক আর আজিঙ্কা রাহানেকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করে টিম ইন্ডিয়া।
টেস্টের নিয়মিত পারফরমার মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, রিদ্ধিমান সাহা আর ইশান্ত শর্মাও নিজেদের জায়গা ধরে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই শ্রীলঙ্কায় উড়াল দেবে ভারত। কোহলি বাহিনীর বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। এরপর আছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ২৬ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
টেস্ট শেষে আগামী ২০ আগস্ট দুই দলের ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সফরের একমাত্র টি-টোয়েন্টি খেলবে কোহলির দল মাঠে নামবে ৬ সেপ্টেম্বর।
টেস্টের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমআরপি