ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডস টেস্টে বীরত্বের ছাপ র‌্যাংকিংয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
লর্ডস টেস্টে বীরত্বের ছাপ র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী/ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টে ম্যাচ সেরা পারফরম্যান্সে তিন বিভাগেই ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন মঈন আলী। তার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে অলআউট করে একদিন হাতে রেখেই (৬-৯ জুলাই) ২১১ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

চার ম্যাচ সিরিজে ইংলিশদের ১-০ তে এগিয়ে নিতে মঈন ও জো রুটের অবদান ছিল চোখে পড়ার মতোই। ট্রেন্ট ব্রিজে অাগামী শুক্রবার (১৪) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলেন মঈন। দুই ইনিংস মিলিয়ে উইকেট নেন ১০টি (৪, ৬)। অন্যদিকে, অধিনায়কত্বের অভিষেকে ১৯০ রানের অবিস্মরণীয় ইনিংস খেলা রুট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে কেন উইলিয়ামসনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে স্টিভেন স্মিথ।

.ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নাম্বার ওয়ান পজিশন দখলে নিতে পারেন রুট। লর্ডস টেস্টের আগে উইলিয়ামসনের চেয়ে ৩২ পয়েন্ট পিছিয়ে ছিলেন। এখন আট পয়েন্টের লিড নিয়েছেন। সামনে কেবল অজি অধিনায়ক স্মিথ, যিনি ৫৩ পয়েন্ট এগিয়ে আছেন।

ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ বিশের ঠিক বাইরে ২১তম স্থানে অবস্থান করছেন মঈন। বোলারদের মধ্যে ৯ ধাপ উন্নতিতে শীর্ষ বিশজনের মধ্যে (১৯) জায়গা করে নিয়েছেন। অলরাউন্ডার তালিকায় স্বদেশী বেন স্টোকসকে টপকে প্রথমবারের মতো চার নম্বরে শোভা পাচ্ছে তার নাম। শীর্ষস্থানটা বাংলাদেশ আইকন সাকিব আল হাসানের দখলে।

.অর্থাৎ, লর্ডস টেস্টের পর আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে মঈন এখন ইংল্যান্ডের চতুর্থ সেরা ব্যাটসম্যান, বোলিংয়ে তৃতীয় ও সেরা অলরাউন্ডার।

অন্যান্য ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে জনি বেয়ারস্টো (+১, ১০তম), সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক (+২, ১১) ও গ্যারি ব্যালান্স (+৩, ৫৯) র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। প্রোটিয়াদের হয়ে তেম্বা বাভুমা (+৪, ৪১) ও ভারনন ফিল্যান্ডার (+৮, ৬৬) একই পথে।

.বোলিংয়ে মঈনের পাশাপাশি প্রতিপক্ষের ফিল্যান্ডার ও মরনে মরকেল এগিয়েছেন। দু’জনের অবস্থান যথাক্রমে ১০, ১৩। শীর্ষে ভারতের রবিন্দ্র জাদেজা, দুইয়ে তারই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন ও তিনে রঙ্গনা হেরাথ।

শীর্ষ দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট (+১), কেন উইলিয়ামসন (-১), চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, আজহার আলী, ডেভিড ওয়ার্নার, লোকেশ রাহুল (+১), জনি বেয়ারস্টো (+১)।

শীর্ষ দশ বোলার: রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, নেইল ওয়াগনার, ভারনন ফিল্যান্ডার।

অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলী (+২), বেন স্টোকস (-১)।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।