ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের লড়াকু সংগ্রহ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টানা চার জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল লিটন-বিজয়রা। জয়ের ধারা বজায় রেখে স্বাগতিক নর্দান টেরিটোরিকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিং ইনিংস শেষ করেছে সফরকারী বিসিবি এইচপি দল।

মঙ্গলবার (১১ জুলাই) পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে বিসিবির দলটি ২৫৮ রান তুলেছে।

গত রোববার চতুর্থ ম্যাচে স্বাগতিক নর্দান টেরিটোরিকে সফরকারী দলপতি লিটন দাসের দারুণ ইনিংসে ৯ উইকেটে উড়িয়ে দেয় বিসিবি এইচপি দল।

এর আগে গত শুক্রবার (০৭ জুলাই) তৃতীয় ম্যাচে সাইফুদ্দিনের দুর্দান্ত সেঞ্চুরিতে নর্দান টেরিটোরিকে ৪২ রানে হারায় বিসিবি এইচপি দল। তার আগে প্রথম ম্যাচে অলরাউন্ডার তানভির হায়দারের দুর্দান্ত ব্যাটিংয়ে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল এইচপি। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে দেয় সফরকারীরা। দলের পক্ষে নাজমুল হাসান শান্ত সেঞ্চুরি করেন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শেষ ম্যাচে ওপেনার এনামুল হক বিজয় হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ৫৩ রান করেন। দলপতি লিটন দাস ১২ রান করে সাজঘরে ফেরেন। নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে কোনো রান আসেনি। ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া, তাসামুল হক ৪৬ ও ইরফান শুক্কুর ৪৬ রান করেন।

শেষদিকে ব্যাট হাতে আবু হায়দার রনি করেন ৩৫ রান। ৪৮.৩ ওভার ব্যাট করে অলআউট হয় এইচপি দল।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।