ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে সরানোর ইচ্ছে নেই বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
মাশরাফিকে সরানোর ইচ্ছে নেই বিসিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর যদি বাংলাদেশ ক্রিকেটে কোনো উন্নতির বিপ্লব হয়ে থাকে, সে বিপ্লবের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সবশেষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলের সম্মানজনক লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেটা যেমন অধিনায়কত্বে, তেমনি মাপা বোলিংয়ে। দেশীয় ক্রীড়া সংবাদমাধ্যম তো বটেই, বিশ্ব ক্রীড়া সংবাদমাধ্যমেরও মূল্যায়ন এমন।

কিন্তু কিছুদিন আগে মাশরাফির নেতৃত্ব ক্ষমতা নিয়ে শঙ্কা জেগেছিল। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘দেশের ক্রিকেটের স্বার্থে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত ইতোমধ্যেই গৃহীত হয়েছে।

বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ’

তবে, মঙ্গলবার (১১ জুলাই) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘মাশরাফিকে ওয়ানডে দল থেকে সরানোর কোনো চিন্তা নেই বিসিবির। বরং সে আরও যতদিন ইচ্ছা খেলা চালিয়ে যেতে পারবে। সে যদি ওয়ানডে দলের অধিনায়ক থাকতে চায়, সেভাবেই অধিনায়কত্ব করবে। মাশরাফির বিকল্পও এখনো তৈরি হয়নি। ’

২০০১ সালে বাংলাদেশ দলে অভিষিক্ত মাশরাফি বর্তমানে ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টির অধিনায়ক থাকলেও তিনি গত এপ্রিলে সে ফরম্যাট থেকে অবসর নেন। বারবার ইনজুরিতে পড়া মাশরাফি ২০০৯ সালের পর আর টেস্ট খেলেননি। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরকালে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে ‘আলোচনার’ পর মাশরাফি টি-টোয়েন্টিকে বিদায় ঘোষণার সময় বলেছিলেন, কোনো কারণে চাপ তৈরি না হলে ওয়ানডে চালিয়ে যেতে চান আরও। কারণ ক্রিকেটকে এখনও উপভোগ করছেন তিনি। মাশরাফি তার ওয়ানডে ক্রিকেট উপভোগের কথা জানিয়ে আরও বলেছিলেন, ‘বিবেচনাযোগ্য সময়’ পর্যন্ত তা চালিয়ে যেতে চান।

২০০১ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা শুরু হয়। টেস্ট থেকে অবসর না নিলেও ২০০৯ সালের পর আর টেস্টে খেলেননি তিনি। এখন পর্যন্ত ৩৬টি টেস্ট এবং ১৭৯টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।