মাশরাফি বিন মর্তুজার অধীনে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল (চ্যাম্পিয়নস ট্রফি) খেলার গৌরব অর্জন করে টিম বাংলাদেশ। তার অধিনায়কত্বেই দল হিসেবে ক্রিকেট বিশ্বে নতুন পরিশক্তিতে পরিণত টাইগাররা।
সমালোচনায় কান না দিয়ে নিজের পারফরম্যান্সটা ঠিকই অব্যাহত রাখছেন ৩৩ বছর বয়সী মাশরাফি। বোলিংয়ের শক্তিমত্তাটা ধরে রেখেছেন। ওডিআই ক্রিকেটটা যে এখনো উপভোগ করছে তা পরিসংখ্যানেই স্পষ্ট।
সবশেষ ওয়ানডে ওয়ার্ল্ডকাপের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আবির্ভাবেই বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা মোস্তাফিজুর রহমান। ২২ ম্যাচে ৪৪টি উইকেট শিকার করেছেন উদীয়মান এ বাঁহাতি পেসার। ইকোনমি রেট ৪,৮৯।
এর পরেই মাশরাফির অবস্থান। ৩০ ম্যাচে ৪২টি উইকেট নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ইকোনমি ৪.৯৯। সমান ৩০ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান। সাকিবের ইকোনমিও ৫-এর নিচে (৪.৯৫)।
আরেক পেস সেনসেশন তাসকিন আহমেদ তালিকার চার নম্বরে। ২০ ম্যাচে তার উইকেটসংখ্যা ২৭। ইকোনমি রেট অবশ্য বেশ খরুচে। ৫.৭৩। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন দলে অনিয়মিত নাসির হোসেন। এ সময়ের মধ্যে মাত্র ১৫টি ম্যাচ খেলেছেন ‘ফিনিশার’ খ্যাত তারকা অলরাউন্ডার। উইকেট ১৬টি। ইকোনমির দিক থেকে অবশ্য সবার উপরে নাসির। ৪.৩৩।
এদিকে, মাশরাফির অধিনায়কত্ব উদ্বেগের মুখে পড়ায় ভক্ত-সমর্থকদের কঠোর সমালোচনার মুখে যেন সুর পাল্টেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন! কিছুদিন অাগে বলেছিলেন ‘দেশের ক্রিকেটের স্বার্থে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত ইতোমধ্যেই গৃহীত হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন। ’
আর এখন বলছেন, ‘‘মাশরাফিকে ওয়ানডে দল থেকে সরানোর কোনো চিন্তা নেই বিসিবির। বরং সে আরও যতদিন ইচ্ছা খেলা চালিয়ে যেতে পারবে। সে যদি ওয়ানডে দলের অধিনায়ক থাকতে চায়, সেভাবেই অধিনায়কত্ব করবে। মাশরাফির বিকল্পও এখনো তৈরি হয়নি। ’
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম