ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশে মাশরাফির বদলি পাওয়া অসম্ভব’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
‘বাংলাদেশে মাশরাফির বদলি পাওয়া অসম্ভব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাশরাফি এমনই এক অধিনায়ক যার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। ২০১৪ সালে তৃতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কী দেশে, কী বিদেশে সব জায়গায়ই টাইগারগারদের জয়-জয়কার।

মাশরাফির নেতৃত্বের জাদু এমনই সম্মেহনি শক্তিতে ভরা যা বাংলাদেশকে এখন বিশ্বের যে কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ার সাহস যুগিয়েছে। পরিসংখ্যান বলছে, মাশরাফি দলের দায়িত্ব নেয়ার পর একদিনের ক্রিকেটে ৩৭ ম্যাচে জয় ২৩টিতে ও হার ১৪টিতে।

আর টি-টোয়েন্টিতে ২৬ ম্যাচে ৯টি জয় পেয়েছে। যা বিগত দিনগুলোতে বাংলাদেশের কোনো অধিনায়কের আমলেই দেখা যায়নি। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফির কোনো বিকল্পই এদেশে দেখছেন না।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গণমাধ্যমের সামনে তিনি মাশরাফিকে নিয়ে এমন মন্তব্য করেন, ‘শুধু একজন প্লেয়ার হিসেবেই নয়, একজন অধিনায়ক হিসেবেও মাশরাফি তার ভূমিকা যেভাবে পালন করে যাচ্ছে বাংলাদেশে তার বদলি পাওয়া অসম্ভব। এই মুহূর্তে আমাদের কাছে তার কোনো বদলি নেই। ’

শুধুই কী মাশরাফির অধিনায়কত্ব? বাংলাদেশের পেস বোলিং বিভাগের পারফরমেন্সের বিবেচনায়ও পাপনের কাছে মাশরাফিই অদ্বিতীয়, ‘পারফরমেন্সের কথা বললে অন্যান্য যারা আছে তাদের তুলনায় অনেক ভালো। সে যতদিন খেলতে পারবে, ততদিন তাকে বাদ দেয়ার প্রশ্ন আসে না। সে শুধু একজন প্লেয়ারই নয়, একজন অধিনায়কও। তার মতো একজন অধিনায়ক খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। ’

মাশরাফির ধারালো পারফরমেন্স নিয়ে খুব বেশিদূর যাওয়ার দরকার নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ কোহলিদের যে একমাত্র উইকেটটির পতন ঘটাতে পেরেছিল সেটা কিন্তু মাশরাফিই করে দেখিয়েছিলেন।

তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যাওয়া টাইগাররা ইংলিশদের যে দুইটি উইকেট দখল করেছিল তার একটি ছিল ম্যাশের দখলে। অপর শিকারি ছিলেন সাব্বির। এর আগে বিভিন্ন সময়ে মাশরাফির গড়া কীর্তিতো আছেই। তাই মাশরাফির পারফরমেন্স নিয়ে পাপনের পাশাপাশি অন্য কারোরই কোনো রকমের সন্দেহ থাকার কথা নয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।