ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আমলা অথবা ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আমলা অথবা ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশ আমলা অথবা ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশ-ছবি:সংগৃহীত

খুব দ্রুতই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। এতে দেশটির সরকারের পাশাপাশি তাদের সহায়তা করছে খোদ আইসিসি। এরই ধারাবাহিকতায় এ বছর সেপ্টেম্বরে পাকিস্তান  সফর করবে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত বিশ্ব একাদশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বিশ্ব একাদশের। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন এর বরাত দিয়ে জানা যায়, এ দলের নেতৃত্ব দিবেন দক্ষিণ আফ্রিকান দুই ক্রিকেটার হাশিম আমলা অথবা ফাফ ডু প্লেসিস এর যে কোনো একজন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর উচ্চপদস্থ কর্মকর্তার সূত্র ধরে ডন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব ক্রিকেটের বড় দুই নাম হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস থাকবেন এই দলে আর এদের মধ্যে কেউ একজন হবেন অধিনায়ক।

অন্যদিকে সদ্য নিযুক্ত পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি জানিয়েছেন সাত দেশের ১৫জন ক্রিকেটার বিশ্ব একাদশ এর হয়ে খেলতে রাজি হয়েছেন। তিনি বলেন, ‘ ইংল্যান্ড ,নিউজিল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা , বাংলাদেশ , আফগানিস্তান ও জিম্বাবুয়ে খেলোয়াড় পাঠাতে রাজি হয়েছে। অন্যদিকে ভারত খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। ’

এ দলের কোচের দায়িত্বে থাকবেন জিম্বাবুইয়ান তারকা অ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দুবাইয়ে সাতদিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।