দাতা সংস্থা অক্সফাম শহুরে স্থিতিস্থাপক প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে চলছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ঢাকা শহরের বস্তিবাসীদের জীবনমান, তাদের দৈনন্দিন কাজের খোঁজ করেছেন।
স্থানীয় কর্মীরা কিভাবে কাজ করেন, পানি ও স্যানিটেশন সেবায় অক্সফামের কর্মীদের সংগ্রাম আর বাংলাদেশে অক্সফামের প্রতিকূলতা কিভাবে মোকাবেলা করেন কর্মীরা সেগুলো জানতে চেয়েছেন ক্রিকেটাররা।
অজি তারকা ব্যাটসম্যান ওসমান খাজা জানান, ‘এটা আমাদের ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হলো। বাংলাদেশের কিছু প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্কদের কাছে গল্প শুনেছি। তাদের সত্যিই অনেক কষ্ট করে বেড়ে উঠতে হয়। আসলে এটা জীবনের একটি অংশ। ’
অক্সফাম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হেলেন জোকির মতে, ‘এটা সত্যিই রোমাঞ্চকর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যস্ততার মাঝেও সময় বের করে বাংলাদেশে অবস্থিত অক্সফামের প্রোগ্রাম পরিদর্শন করা। অস্ট্রেলিয়ার মানুষ ও সরকারের প্রতিনিধি হয়ে তারা সেখানে গিয়েছে। দারিদ্র্যের সাথে কিভাবে অক্সফাম লড়াই করে সেটা ক্রিকেটাররা শুনেছে। তারা আমাদের কাজে উৎসাহিত করেছে, আরও ভালো ধারনা দিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি