তা সত্বেও রোববার (২৭ আগস্ট) থেকে আসন্ন দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে একটি জায়গায় নিজেদের এগিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডারর সাকিব আল হাসান। আর সেটি হলো, স্পিন আক্রমণ।
একটুকুও ভুল বলেননি সাকিব। কেননা অস্ট্রেলিয়ার বিষাক্ত স্পিনার নাথান লায়ন ছাড়া অন্য দুই বোলার অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসন সম্পর্কে বলার মতো আহামরি কিছুই নেই। ৬৭ ম্যাচ খেলে নাথান লায়ন সব মিলিয়ে নিয়েছেন ২৪৭টি উইকেট। ক্যারিয়ারে ৯বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। আর অ্যাস্টন অ্যাগার নিয়েছেন দুই উইকেট। তৃতীয়জন; মিচেল সোয়েপসন এখনও টেস্টের মুখই দেখেননি। পক্ষান্তরে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৪৯ ম্যাচে নিয়েছেন ১৭৬ উইকেট। ক্যারিয়ারে ১৫ বার ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তাইজুল ইসলাম খেলেছেন মোট ১৩ টেস্ট। এতে তার মোট শিকার ৪৮টি উইকেট। তাইজুল ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনবার।
বাংলাদেশের স্পিন বিভাগের সবশেষ সংযোজন মেহেদি হাসান মিরাজ খেলেছেন মোট সাত টেস্ট। এতে তার শিকার মোট ৩৫ উইকেট। তিনি ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনবার। ঘরের মাঠে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন সফরকারী ইংল্যান্ডের বিশ্বসেরা টেস্ট ব্যাটিং লাইনআপকে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি