ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের পাশে দাঁড়ালো বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বন্যার্তদের পাশে দাঁড়ালো বিসিবি বন্যার্তদের পাশে দাঁড়ালো বিসিবি

বন্যায় ভিটেমাটি হারানো মানুষের জন্য সহযোগিতার হাত প্রসারিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জে ত্রাণ সামগ্রী পাঠিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের বোর্ড।

জেলাটির বন্যায় আক্রান্ত মানুষের জন্য আড়াই হাজার বস্তার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রবেশের সময় চোখে পড়লো ত্রাণবাহী বস্তার সুবিশাল স্তুপ।

কাছে গিয়ে দাঁড়াতেই দেখা গেল; চিড়া, আটা, লবন, গ্যাসলাইট, ওরস্যালাইন, সাবান, বিস্কুট, পানি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বস্তায় পুরে তা পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়ালো বিসিবিবলে রাখা ভালো, এই আড়াই হাজার বস্তার প্রতিটি হিসেব করা হয়েছে একজন মানুষের জন্য। অর্থাৎ বন্যায় আক্রান্ত একজন মানুষের জন্য যেসব সাহায্যের দরকার হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই ধরনের ত্রাণই পাঠানো হয়েছে।

এর আগে স্বনামধন্য দেশি-বিদেশি শিল্পীদের সুরেলা কণ্ঠ এবং লেজার লাইটের বর্ণালী আলোয় জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইলেও সারা দেশে বন্যার্ত মানুষের অভাবনীয় কষ্টের কথা মাথায় রেখে বিপিএল গভর্নিং কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠান করবে না বলে জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যে টাকা খরচ হতো, সেটি ব্যয় হবে বন্যার্তদের সাহায্যার্থে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।