ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেবিল টেনিসে মাতলেন আলিম দার-অ্যাগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
টেবিল টেনিসে মাতলেন আলিম দার-অ্যাগার ছবি: সংগৃহীত

বহুল প্রতিক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পরিচালনার জন্য আম্পায়ার প্যানেল ঠিক করে দিয়েছে আইসিসি। এই প্যানেলে আছেন অভিজ্ঞ ও স্বনামধন্য তিনজন আম্পায়ার। তবে এদের মধ্যে দু‘জনই আবার অতীতে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত প্রদান করে সমালোচনার জন্ম দিয়েছিলেন।

টেস্ট সিরিজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে থাকা আম্পায়ারা হচ্ছেন-পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ কাভার করতে আসা আলিম দার উঠেছেন হোটেল রেডিসনে।

অস্ট্রেলিয়া দলও আছে সেখানে। অনুশীলন না থাকায় সফরকারী স্পিনার অ্যাস্টন অ্যাগারের সঙ্গে টেবিল টেনিসে মেতে উঠেন আম্পায়ার আলিম দার। অ্যাগার আর আলিম দারের টেবিল টেনিস ম্যাচের ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা। ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব পেজেও দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন আলিম দার ও ইয়ান গোল্ড। তাদের দুটি বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছিল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আলিম দার এবং নাইজেল লং। এই টেস্টে ইয়ান গোল্ড থাকবেন টিভি আম্পায়ারের ভূমিকায়। আগামী ২৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

অন্যদিকে ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইয়ান গোল্ড ও নাইজেল লং। প্যানেলের আরেক সদস্য আলিম দার থাকবেন এই টেস্টের টিভি আম্পায়ারের ভূমিকায়।

উল্লেখ্য, এই সিরিজে থাকছে আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।