ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শুধু ঘূর্ণি জাদুই নয়, পেসাররাও ভূমিকা রাখবে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
শুধু ঘূর্ণি জাদুই নয়, পেসাররাও ভূমিকা রাখবে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উপমহাদেশে খেলা। ঘূর্ণি জাদুই এখানে বড় ভূমিকা রাখতে পারে। জানা আছে সফরকারী অস্ট্রেলিয়া দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের। স্পিনারদের উইকেট নেওয়ার চাপ থাকলেও বর্তমান অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকা পেসাররাও আসন্ন টেস্টে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে বলে মনে করেন লায়ন।

বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজটিকে স্পিনারদের জন্য বড় মঞ্চ বলে আখ্যায়িত করলেও পেসারদের এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ান ডানহাতি অফস্পিনার লায়ন। শুক্রবার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলনে অজি স্পিনার সাংবাদিকদের একথা বলেন।

স্পিন বিভাগে উপমহাদেশে উইকেট নেওয়ার চাপ কি খানিকটা বেশি-সাংবাদিকদের করা এমন প্রশ্নে লায়ন জানান, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। নির্ভার থেকেই খেলব। আপনারা সাংবাদিকরাই সবাইকে চাপ দেন। এখানে চ্যালেঞ্জটা উপভোগ করতে চাই। স্পিনার ছাড়াও আমাদের খুব ভালো তিনজন পেসার আছে। জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, জ্যাকসন বার্ড এই কন্ডিশনেও বল মুভ করাতে পারবে। স্পিনারদের জন্য এই টেস্ট একটি বড় মঞ্চ। তবে, শ্রীলঙ্কা আর ভারতের মাটিতে পেসাররা নিজেদের প্রমাণ করেছে। ভারত সফরের প্রায় ওই দলটাই এখানে এসেছে। বাংলাদেশেও ভিন্ন কিছু হবে না। ২০ উইকেট নিতে বোলিং জুটিটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে ২০ উইকেট নিতে এসেছি। আমি আমার নিজের বোলিং নিয়েও খুশি। ’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমভারতের উইকেট-কন্ডিশনেও বেশ বাউন্স আদায় করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসাররা। কন্ডিশন পেস বান্ধব না হলেও সেটিকে কজে লাগানোর স্কিল তাদের আছে। লায়ন আরও যোগ করেন, ‘এই কন্ডিশনে পেসারদের ভালো করার সম্ভবনা রয়েছে। তাদের ভালো দুইটি দিন দরকার। দু'টি টেস্ট জেতার জন্যই আমরা গেম প্ল্যান করেছি এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছে। দলগত ভালো করলে জয় আসবেই। সবাই ভালো করার ব্যাপারে বেশ প্রত্যয়ী। আমি ব্যক্তিগতভাবে দল নিয়ে খুশি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।