ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের শুরু থেকেই থাকছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিপিএলের শুরু থেকেই থাকছেন মোসাদ্দেক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইনজুরির কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন মোসাদ্দেক।

এক সাক্ষাতকারে টাইগারদের এ অলরাউন্ডার বলেন, ‘আমার এখন চোখে কোনো সমস্যা নেই। আমি বিপিএল দিয়েই ফিরছি।

আশা করছি সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবো। আমি কিছু দিন আগেই অনুশীলন শুরু করেছি। আর আমাদের দলও অনুশীলন করবে, যেখানে আমি যোগ দেবো। ’

দীর্ঘ সময় ধরে চোখের ইনজুরিতে ভুগছিলেন মোসাদ্দেক। এই ইনজুরি সারতে তার এক মাসেরও বেশি সময় লেগেছিলো। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি স্কোয়াডে ছিলেন। তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে তার বদলে মুমিনুল হককে নেওয়া হয়।

অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশের চলমান দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে নেই মোসাদ্দেক। এছাড়া বিপিএলেও অনিশ্চিত ছিলেন তিনি। তবে এবার তার এমন ঘোষণায় ঢাকা ডায়নামাইটস সমর্থকরা বেশ খুশি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।