ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন শান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিপিএলকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন শান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে জাঁকজমকপূর্ণ আসর বলে খ্যাতি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল)। তবে টুর্নামেন্টটি ঘরোয়া হলেও এখানকার সবকিছুতেই আন্তর্জাতিক ক্রিকেটের একটি নির্ঝাস আছে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টিমগুলোতে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি থেকে শুরু করে ম্যাচ, ড্রেসিং রুম, টিম হোটেল এমনকি অনুশীলনেও আন্তর্জাতিক মান নিশ্চিতের চেষ্টা করা হয়।

আর এই ব্যাপারগুলোকেই দেশের উঠতি ক্রিকেটারদের শিক্ষার উপকরণ হিসেবে দেখছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ও খুলনা টাইটান্স ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

‘আমার কাছে মনে হয় প্রতিটি খেলাই (বিপিএলের) আমাদের জন্য বড় সুযোগ। এখানে বিদেশি ক্রিকেটাররা থাকে, তাদের সঙ্গে এক দলে খেলা, একই ড্রেসিংরুমে থাকা বা ফান করা, সব মিলিয়ে তরুণদের জন্য আসরটা অনেক কিছু শেখার সুযোগ বলে মনে করি। ’

রোববার (২৯ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে খুলনা দলের অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।

একথা ঠিক, দল হিসেবে কাগজেকলমে খুলনা টাইটান্সে বলার মতো তেমন কোন নাম নেই। দেশি প্লেয়ারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, মুক্তার আলী, আবু যায়েদ রাহি ও সাইফ হাসান। আর বিদেশিদ তালিকায় পাকিস্তান পেসার জুনাইদ খানই ও ব্যাটসম্যান সরফরাজ আহমেদই যা।

তারপরেও নিজ দলকে বেশ ভারসাম্যপূর্ন মনে করছেণ শান্ত, ‘আমার কাছে মনে হয় আমাদের দলটা খুব ভালো। দেশি-বিদেশি মিলে আমাদের কম্বিনেশনটাও দারুণ। ’

বিপিএলের এবারের আসরে তেমন বড় কোনো ইচ্ছে শান্তর নেই। তাই ম্যাচ বাই ম্যাচ খেলাই তার প্রাথমিক লক্ষ্য। সাথে আছে বিগত বছরের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও, ‘বড় কোনো লক্ষ্য নেই। গত বছর যেমন খেলেছি, চেষ্টা করবো এ বছর আরো ভালো খেলতে। ম্যাচ বাই ম্যাচ নিজেকে এগিয়ে নিতে চাই। ’

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের চতুর্থ এবং নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে মোকাবিলা করবে খুলনা টাইটান্স।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।