২৩ অক্টোবর দেশে ফেরার পর তার স্ক্যান রিপোর্ট দেখে ইনজুরির প্রকটতা অনুধাবন করে এবং ডিসেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজে তার শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ মোস্তাফিজকে বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে নিষেধ করেছে।
ফলে রাজশাহী কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না ‘কাটার মাস্টার’ খ্যাত ২২ বছর বয়সী মোস্তাফিজ।
‘ও বাংলাদেশের অনেক বড় একজন প্লেয়ার, যে একাই ম্যাচ জেতাতে পারে। সে আমাদের দলে আসাতে খুবই ভালো হয়েছে। তবে আমরা ওকে মিস করবো। যত তাড়াতাড়ি রিকভারি করে দলে আসতে পারে ততই ভালো। ’
রোববার (২৯ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে দিনের অনুশীলন শেষে মোস্তাফিজ প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।
বিপিএলের এবারের আসরে আহামরি কোন ব্যক্তিগত লক্ষ্য ফরহাদের নেই। স্রেফ গেল আসরের ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চাইছেন তিনি।
‘বিদেশি প্লেয়ার বেশি হওয়াতে সব দলই অনেক ভালো হয়ে গেছে। আর প্রতিদ্বন্দ্বিতাটাও অনেক বেশি। তাই চেষ্টা করবো গত বছর যেভাবে শুরু করেছি ওভাবেই যদি শুরু করতে পারি… দেখা যাক কতদূর যাওয়া যায়। ’
আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরহাদ রেজার রাজশাহী কিংস।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরএম