ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকে নির্ভার রাজশাহী কিংস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
মুশফিকে নির্ভার রাজশাহী কিংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলপতি ও ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম বিপিএলের গত আসরে খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে। এবার ঠিকানা বদলে পাড়ি জমিয়েছেন, ফিরেছেন রাজশাহী কিংসে। সেই মুশফিককে দলে পেয়ে দারুণ নির্ভার দলটির প্লেয়ার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টও।

মুশফিক দলে এসেছেন তাই রাজশাহী একটি ভারসাম্যপূর্ণ সাইড হতে পেরেছে বলে মনে করেন দলের পেস অলরাউন্ডার ফরহাদ রেজা, ‘এবছর মুশফিক আসাতে আমাদের দল আরও ব্যালান্সড হয়েছে। কেননা সে বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান।

আমাদের জন্য অনেক কিছু করে দেবে। ’

রোববার (২৯ অক্টোবর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে মুশফিককে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন ফরহাদ রেজা।

এসময় সংবাদ মাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান, বিপিএলের এবারের আসরে রাজশাহী’র মূল শক্তির জায়গা কোনটি। অনেকটা এক কথায় দেয়া উত্তরে ফরহাদ জানালেন, ‘টিম ইউনিটি। ’

আর এই বলে বলীয়ান হয়েই এবারের বিপিএলে শিরোপা জয়ের মিশনে নামতে চাইছে গেল আসরে দুর্দান্ত খেলা স্যামিবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্যারেন স্যামি এবারও রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন। যার হাতে দল সবসময়ই সুরক্ষিত বলে বিশ্বাস ফরহাদের, ‘স্যামি একজন গ্রেট প্লেয়ার। সফল অধিনায়কও। কেননা ও ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-২০ বিশ্বকাপ জিতিয়েছে। সে খুব ভালো মানুষ। দলকে আগলে রাখতে পারে। ’

আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরহাদ রেজার রাজশাহী কিংস।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।