মুশফিক দলে এসেছেন তাই রাজশাহী একটি ভারসাম্যপূর্ণ সাইড হতে পেরেছে বলে মনে করেন দলের পেস অলরাউন্ডার ফরহাদ রেজা, ‘এবছর মুশফিক আসাতে আমাদের দল আরও ব্যালান্সড হয়েছে। কেননা সে বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান।
রোববার (২৯ অক্টোবর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে মুশফিককে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন ফরহাদ রেজা।
এসময় সংবাদ মাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান, বিপিএলের এবারের আসরে রাজশাহী’র মূল শক্তির জায়গা কোনটি। অনেকটা এক কথায় দেয়া উত্তরে ফরহাদ জানালেন, ‘টিম ইউনিটি। ’
আর এই বলে বলীয়ান হয়েই এবারের বিপিএলে শিরোপা জয়ের মিশনে নামতে চাইছে গেল আসরে দুর্দান্ত খেলা স্যামিবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্যারেন স্যামি এবারও রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন। যার হাতে দল সবসময়ই সুরক্ষিত বলে বিশ্বাস ফরহাদের, ‘স্যামি একজন গ্রেট প্লেয়ার। সফল অধিনায়কও। কেননা ও ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-২০ বিশ্বকাপ জিতিয়েছে। সে খুব ভালো মানুষ। দলকে আগলে রাখতে পারে। ’
আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরহাদ রেজার রাজশাহী কিংস।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম