রুবেলের শর্ট বলটি লেগ সাইডে পুল করতে গিয়ে মিস করেন মিলার। গ্লাভস ছুঁয়ে যায়।
পচেফস্ট্রুমে এক ক্যাচ মিসেরই মাশুল গুণতে হয় বাংলাদেশকে। মিলার তাণ্ডবে স্কোরবোর্ডে চার উইকেটে ২২৪ রান তোলে প্রোটিয়ারা। ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২৮ বছর বয়সী মিলার। তার আগের সর্বোচ্চ ৫৩।
শতক পূরণ করতে মাত্র ৩৫টি বলই যথেষ্ট ছিল। ছক্কা হাঁকান ৯টি। এটি সংক্ষিপ্ত সংস্করণের আন্তজার্তিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মিলারের স্বদেশী রিচার্ড লেভির (৪৫ বল)।
১৮ ওভার শেষে মিলারের রান ছিল ৫৭। এখান থেকে সেঞ্চুরি পাওয়াটা দৃশ্যত অসম্ভবই ছিল! উদীয়মান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের করা ১৯তম ওভারে দৃশ্যপট পাল্টে যায়। প্রথম পাঁচ বলেই বল সীমানার বাইরে পাঠান ‘কিলার মিলার’। শেষ বলে ছক্কা মিস হলেও সিঙ্গেল নিয়ে পেয়ে যান স্ট্রাইক। সেঞ্চুরি থেকে তখন ১২ রান দূরে তিনি। রুবেল হোসেনের প্রথম চার বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। অপরাজিত থাকেন ৩৬ বলে ১০১ রান করে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমআরএম