পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-২০’র প্রথম দুটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে তৃতীয় ও শেষ ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়ায়।
ইনজুরির কারণে আগের ম্যাচগুলোতে না থাকলেও, শেষ ম্যাচে ফেরেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। আর ফিরেই চমক দেখান। লঙ্কান ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে তুলে নেন চার উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই মূল লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন দাসুন সানাকা। দুই উইকেট পান আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান ফাহিম আশরাফ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শোয়েব মালিকে হাফসেঞ্চুরিতে ১৮০ রান করে পাকিস্তান। ২৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ৪৫ রান আসে ওপেনার উমর আমিনের ব্যাট থেকে। ম্যাচ ও সিরিজ সেরা হন শোয়েব মালিক।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস