ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মঙ্গলবার বিসিবির নিরুত্তাপ নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
মঙ্গলবার বিসিবির নিরুত্তাপ নির্বাচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রতীক্ষার প্রহর। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হচ্ছে পরিচালনা পর্ষদের ভোটের লড়াই।

নতুন গঠনতন্ত্র অনুয়ায়ী বিসিবিতে পরিচালকের সংখ্যা ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দু’জন বাদ দিয়ে বাকি ২৩ পরিচালকেরই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার কথা।

কিন্তু ইতোমধ্যেই ২০ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

তাই অনেকটা নিরুত্তাপই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পরিচালনা পর্ষদের এই নির্বাচন।

আগামীকাল নির্বাচনে ভোটের লড়াই হবে মাত্র তিনটি পদের জন্য। যেখানে ঢাকা বিভাগের ২টি এবং বরিশাল বিভাগের পদের সংখ্যা ১টি। এই তিন পদের পদের বিপরীতে প্রার্থীসংখ্যা ৬ জন। ঢাকার মোট ভোটার সংখ্যা ১৮ এবং বরিশালের ৭।

ঢাকা বিভাগে দুই পরিচালকের নির্বাচনের লড়াইয়ে থাকছেন নাইমুর রহমান দুর্জয়, নারায়নগেঞ্জের তানভির আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। বরিশাল বিভাগে এক পরিচালকের বিপরীতে দুই প্রার্থী হলেন সদ্য বিদায়ী সভাপতি ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসিসি) থেকে মনোনীত হয়ে পরিচালক হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং এনায়েত হোসেন সিরাজ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দ্বিতীয় তলায় সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে ওইদিনই ভোটগ্রহণ শেষে। আর সরকারি ফলাফল ঘোষিত হবে পরদিন অর্থাৎ ১ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।