খুলনার দলে ক্লিনগার ছাড়াও বিদেশি ক্রিকেটার আছেন রিলে রুশো, ডেভিড মালান, চ্যাডউইক ওয়ালটন, সরফরাজ আহমেদ, কার্লোস ব্রাথওয়েইট, সেকুজে প্রসন্ন, সাদাব খান, কাইল অ্যাবোট, বেনি হাওয়েল, জুনাইদ খান, সিহান জয়সুরিয়া, জোফরা আর্চারদের মতো তারকারা।
বিদেশি ক্রিকেটারদের সাথে দেশের স্থানীয় ক্রিকেটাররা তাল মিলিয়ে লড়বে এই আসরে।
চলতি বছর খুলনার এই নতুন অস্ত্র দুর্দান্ত ফর্মে রয়েছেন। বামহাতি ব্যাটসম্যান ক্লিনগার এ বছর এখন পর্যন্ত খেলেছেন ২১টি টি-টোয়েন্টি ম্যাচ। তাতে রয়েছে একটি সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরি। গত আসরে শীর্ষ চারে থেকে আসর শেষ করা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা এবারো ভালো কিছুর প্রত্যাশা করছে। কোচ হিসেবে দলটিতে আছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
খুলনার শিবিরে দেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আছেন মোশাররফ রুবেল, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, মুক্তার আলি, ধীমান ঘোষ এবং সাইফ হাসান।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এমআরপি