মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট খ্যাতি পাওয়া গাভাস্কার পর্যন্ত অভিভূত কোহালির রানের খিদে দেখে। এক সাক্ষাতকারে গাভাস্কার বলেন, ‘ব্যাট হাতে বিরাটের ধারাবাহিকতা অভাবনীয়।
ক্রিকেট জীবনে গাভাস্কারকেই বলা হতো ‘মিস্টার কনসিস্টেন্ট’। তার ধারাবাহিকতার কথা ঘুরতো সারা বিশ্বের ক্রিকেটারদের মুখে। সেই তিনিই বিরাটকে নিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি না পাওয়ায় দ্রুত শিক্ষা নিয়েছে বিরাট। সেটাও দেখার মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থার্ডম্যানে বল ঠেলতে গিয়ে কয়েক বার আউট হয়েছে। পাঁচটা ম্যাচের দু’টোতে ওভাবে আউট হয়েছিল। সেটা যে ভুল হয়েছিল, বিরাট তা ধরতে পেরেই সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একবারও ওই শটটা খেলতে যায়নি সে। ’
কানপুরে কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করেন কোহালি। সঙ্গে একাধিক কীর্তিও গড়েছেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ন’হাজার রান পূর্ণ করেন। অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানও করেন। একদিনের ক্রিকেটে সচীন টেন্ডুলকার (৪৯) ছাড়া আর কেউ তার সামনে নেই সেঞ্চুরির সংখ্যায়।
ফের ক্রিকেট বিশ্ব আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে কোহালিকে নিয়ে। গাভাস্কারও মনে করেন, ভারত অধিনায়কের এই সংযত মনোভাব একটা উদাহরণ, ‘বিরাটের সাফল্যের প্রধান কারণ হচ্ছে সে ভুল থেকে শিক্ষা নেয়। ’
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস