ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ফিরছেন ডি ভিলিয়ার্স, স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টেস্টে ফিরছেন ডি ভিলিয়ার্স, স্টেইন টেস্টে ফিরছেন ডি ভিলিয়ার্স, স্টেইন-ছবি:সংগৃহীত

যত দ্রুত সম্ভব এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনকে দক্ষিণ অাফ্রিকার টেস্ট দলে ফেরানো উচিৎ। এমনটি জানিয়েছেন সম্প্রতি প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্বে আসা ওটিস গিবসন। যার অধীনে সদ্য বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সব ম্যাচ জিতেছে দলটি।

ভবিষ্যতে গিবসনের আরও চ্যালেঞ্জিং সিরিজ আসছে। যেখানে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে দ.আফ্রিকা।

তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স গত বছরের জানুয়ারির পর থেকে আর কোনো টেস্ট ম্যাচ খেলেননি। যেখানে সাদা পোশাকে কিছুটা বিরতির পাশাপাশি তাকে ইনজুরিও ভুগিয়েছে। তবে ৩৬০ ডিগ্রি খ্যাত এ ব্যাটসম্যানকে ফেরাতে মরিয়া গিবসন।

অন্যদিকে গত নভেম্বরের পর টেস্ট খেলেননি দেশটির সেরা পেসার স্টেইন। এমনকি বেশ কয়েক ধরনের ইনজুরির কারণে ক্রিকেটই খেলা হয়নি তার। তবে তার ওপরও ভরসা রাখছেন নতুন ক্যারিবীয়ান কোচ।  

দ.আফ্রিকার পরবর্তী টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে। যেখানে চার দিনের বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দু’দল। আর এ টেস্টেই হয়তো সাদা পোশাকে ফের দলে ফিরবেন ডি ভিলিয়ার্স ও স্টেইন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।