২০১৬ সালের মার্চের পর থেকে কিউইদের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দেখা যায়নি টেইলরকে। তবে অ্যাস্টেল চোটে পড়ায় ওয়ানডে সিরিজের পর টি-২০ দলেও থাকছেন ৩৩ বছর বয়সী এ তারকা।
সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ভারতের কাছে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। যদিও প্রথম ম্যাচ জিতে প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলো দলটি। কিন্তু টি-২০‘র শীর্ষ দল নিউজিল্যান্ড এবার সিরিজ জেতার আশা করছেন।
আগামী ১ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম টি-২০’তে মুখোমুখি হবে দু’দল।
নিউজিল্যান্ড টি-২০ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস