ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কোহলি’ অনুকরণ প্রবণতাকে ভয় পাচ্ছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
‘কোহলি’ অনুকরণ প্রবণতাকে ভয় পাচ্ছেন দ্রাবিড় ছবি: সংগৃহীত

ক’দিন আগেই বুলগেরিয়ার ফুটবলের সাবেক অধিনায়ক দিমিতার বারবাতভ বলেছিলেন, পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার ও ফ্যাশন সচেতন ক্রিস্টিয়ানো রোনালদোকে কেউ যেন হুবহু অনুকরণ না করেন। তিনি আরও জানান, রোনালদোর ক্যারিয়ার অনুসরণ করলেও কেউ যেন তার চুলের স্টাইল বা জীবনযাপন অনুসরণ না করেন।

বলাটা সমিচীনই ছিল। কারণ, রোনালদোর মতো তারকার জীবনযাপনের ধরন অন্য দশ জনের চেয়ে আলাদা হবে এটাই স্বাভাবিক।

বারবাতভ বলেছিলেন, মাঠের বাইরের রোনালদোকে নয়, তার অনুকরণীয়দের মাঠের রোনালদোকে অনুসরণ করা উচিৎ।

ভারতের সাবেক দলপতি ও ক্রিকেটের নিপাট ভদ্রলোক রাহুল দ্রাবিড়ও ঠিক এমনটি মনে করছেন। তার আলোচনায় রোনালদো নেই। দ্রাবিড়ের আলোচনায় ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলি। দ্রাবিড়ের মতে, ‘কোহলির আচরণ কখনো কখনো ভীষণ আগ্রাসী হয়, তার মন্তব্য পড়ার সময় আমি ভয়ে কুঁকড়ে যাই। সেটা অবশ্য কোহলির নিজস্ব স্টাইল। হয়তো সে এভাবে মন্তব্য করে নিজের সেরাটা বের করে আনতে পারে। ক্রিকেটে শেষ পর্যন্ত পারফরম্যান্সই আসল। ফলে কোহলির কাছ থেকে এটা কেড়ে নেওয়া ঠিক হবে না। এটাই ওর আসল ব্যক্তিত্ব। ’

ক্রিকেটার কোহলির আগ্রাসী মনোভাব আর অঙ্গভঙ্গি তরুণ প্রজন্মের অনেক ক্রিকেটারই অনুকরণ করেন বলে মনে করেন দ্রাবিড়। আর এই অনুকরণ প্রবণতাকে ভয় পাচ্ছেন অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়।

কোহলির অনুকরণীয় উঠতি ক্রিকেটারদের দিকে মনোযোগ ফিরিয়ে দ্রাবিড় আরও যোগ করেন, ‘আসলে আমাকে সব চেয়ে বেশি আতঙ্কে রাখে ছোটদের ক্রিকেট। বিরাট কী করছে সেটা নয়। আমার ক্যারিয়ারে আমি সেরাটা বের করে এনেছি। বিরাটের মতো শরীরে ট্যাটু আঁকালে বা তার মতো আচরণ করলে আমি হয়তো নিজের সেরাটা বের করতে পারতাম না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি কেন এমন আগ্রাসী ছিলাম না। আমি বলবো-আমার স্টাইলে আমি সেরা, তার স্টাইলে সে সেরা। কিন্তু, কোহলির অনুকরণ করতে গিয়ে ১২ থেকে ১৪ বছর বয়সীরা নতুন কোহলি হতে চাইছে। কিছু না বুঝেই যদি উঠতি ক্রিকেটাররা কোহলির মতো আগ্রাসী হয়ে বেড়ে উঠতে চায় সেটা হয়তো অন্যরকমও হতে পারে। ’

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি দ্য ওয়াল খ্যাত দ্রাবিড় শেষে আরও জানান, ‘আমার মনে হয় পুরো খেলাটা নির্ভর করে পারফরম্যান্সের ওপর। কোহলি আসলে নিজের সেরাটা বের করে আনতেই আগ্রাসী মনোভাব দেখায়, সাহসী মন্তব্য করে। সে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা দেখতে চায়। এটাই তার স্টাইল। এভাবেই সে নিজের সেরাটা বের করে নিয়ে আসে। তবে এটা কিন্তু সবার কৌশল নাও হতে পারে। তাই আমি বলবো কোহলির মতো কারো প্রভাবে নিজের সহজাত প্রতিভা যাতে কেউ হারিয়ে না ফেলে। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।